আপনজন ডেস্ক: তালেবানবাহিনী কাবুলের দখল নিয়েছে। এর মাঝেই শুরু হয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ১৮ আগস্টই পাকিস্তান সিরিজ সামনে রেখে কাবুলে অনুশীলন শুরু করেছে তারা। দেশের অবস্থা যেমনই হোক, জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আফগান ক্রিকেটাররা ছিলেন উজ্জীবিতই। আকাশপথে চলাচল স্বাভাবিক হলেই আফগানিস্তান জাতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি।
আফগানিস্তানে তালেবান শাসন আগেও ছিল। তখন বিভিন্ন রকম খেলাধুলার ওপর নিষেধাজ্ঞাও ছিল। মেয়েদের খেলা তো নিষিদ্ধই ছিল পুরোপুরি। আবারও তালেবানরা ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্রিকেটসহ অন্য খেলা ঘিরেও। তবে শিনওয়ারি বলেছেন, ক্রিকেট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ‘আগেও তালেবানদের সময়ে ক্রিকেট নিয়ে কোনো সমস্যা ছিল না। এখনো হবে না। তালেবানরা ক্রিকেটে কোনো দুর্ঘটনা ঘটিয়েছে, এমন মনে পড়ে না আমার।’
অবশ্য এখন দেশটির মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ কী, সে ব্যাপারে কিছু বলতে পারেননি শিনওয়ারি। তবে আশা করছেন, এ বিষয়ে আর কয়েকটা দিন অপেক্ষা করলেই জানা যাবে উত্তর। তবে ছেলেদের দল নিয়ে বেশ উচ্ছ্বসিতই তিনি, ‘ক্যাম্পে সবাই বেশ উজ্জীবিত। আকাশপথে যোগাযোগ ঠিকঠাক হলেই আমরা শ্রীলঙ্কায় দল পাঠাব। এ ব্যাপারে যোগাযোগ করছি আমরা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct