আপনজন ডেস্ক: করোনার কারণে কোথায় দলবদলের বাজারে মন্দা যাবে, তা নয়, একের পর এক বড় খেলোয়াড় ক্লাব বদল করে গরম রাখছেন ফুটবলপাড়া। লিওনেল মেসি তো বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে শোরগোলই তুলে দিয়েছেন। একই কথা বলা চলে সের্হিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি ও জর্জিনিও ভাইনালডমের ক্ষেত্রেও। ওদিকে টটেনহাম ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জন্য গোঁ ধরেছেন হ্যারি কেইন। যে সিটি কিছুদিন আগেই ইংলিশ দলবদলের রেকর্ড গড়ে দশ কোটি পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে। জেডন সানচো, রাফায়েল ভারান, ডেভিড আলাবা ও রোমেলু লুকাকুও চলে গেছেন নতুন নতুন ঠিকানায়।
রবার্ট লেফানডফস্কিই বা বসে থাকেন কী করে? আলোড়ন তুললেন তিনিও। বায়ার্নকে জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান তিনি। ফি বছর জার্মান লিগ জিততে আর ভালো লাগছে না তাঁর। চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপও জিতেছেন বায়ার্নে। বাভারিয়ানদের হয়ে জেতার আর কিছুই বাকি নেই গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের।
তবে চাইলেই তো আর হলো না, বায়ার্নেরও তো তাঁকে ছাড়া লাগবে! স্কাই স্পোর্টস জানিয়েছে, দশ কোটি পাউন্ডের ওপরে কোনো প্রস্তাব পেলে বায়ার্ন ভেবে দেখবে লেফানডফস্কিকে বিক্রি করা যায় কি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct