আপনজন ডেস্ক: গ্রিস তুরস্কের সঙ্গে সীমান্তে ৪০ কিলোমিটার দেওয়াল এবং নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। আফগান শরণার্থী ঢুকে পড়ার সম্ভাবনা থেকেই গ্রিস এমন করেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ব্রিটিম ষংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গ্রিসের নাগরিক সুরক্ষা মন্ত্রী মিকালিস ক্রিসোচয়েডিস বলেছেন, আমরা সম্ভাব্য প্রভাবের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করতে পারি না।
আফগান অভিবাসীদের দায়িত্ব নেওয়ার জন্য তুরস্ক ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন গ্রিসের মন্ত্রী। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আফগানিস্তান ত্যাগ করা লোকের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি প্রত্যেকের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হতে পারে।
এদিকে, ১০ দিনের জন্য পাঁচ হাজার আফগান নাগরিককে রাখতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় কোনো দেশে যাওয়ার আগে এদের রাখবে আমিরাত। এ কাজ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অনুরোধে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে।
সেখানে বলা হয়, আগামী দিনে মার্কিন বিমানে চড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাত যাবেন আফগানিস্তান ত্যাগকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct