লখনউ শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত বড়া ইমামবাড়া। ১৭৮৪ থেকে ১৭৯১ সালে অযোধ্যার নবাব আসাফ্উদ্দৌলাহ্ র আমলে তৈরি বিশ্বের বৃহত্তম পিলার ছাড়া খিলানাকৃত হল । কর্ম যজ্ঞের সূচনা হয় ১৭৮৪ সালে আর শেষ হয় ১৭৯১ সালে। যার দেওয়ালে দেওয়ালে স্টাকো শৈলীর আস্তরণ। ইরানী স্থপতি খিফায়াতুল্লার তত্ত্বাবধানে তৈরি হয় এই চারতলা প্রাসাদ। খরচ হয়েছিল তখনকার যুগে হাফ মিলিয়ন টাকা। আর এর মাথায় আছে ভুলভুলাইয়া বা গোলকধাঁধা। এখানে আছে ৪৮৯টি দরজা আছে। লোক মুখে প্রচারিত হয়ে আসছে নবাব নাকি বেগমদের সাথে লুকোচুরি খেলতে এই ভুলভুলাইয়া তৈরি করিয়ে ছিলেন। কিন্তু না এটা তৈরি করার আসল উদ্দেশ্য ছিল বহিরাগত সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করা। ত্রিমাত্রিক জ্যামিতিক স্থাপত্যের এমন নিদর্শন পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না। এর থেকে অনুমান করা যায় অষ্টদশ শতকে ভারতের জ্যামিতিক ও অঙ্কশাস্ত্র কত উন্নত মানের ছিল। গাইড ছাড়া পথের নিশানা পাওয়া দুষ্কর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct