আপনজন ডেস্ক: সোনিয়া গান্ধির আমন্ত্রণে বিরোধী দলগুলির ভার্চুয়াল মিটিংয়ে ২০১৪ লোকসভা ভোটে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হল শুক্রবার। কীভাবে পদ্ধতিগতভাবে পরিকল্পনা করে বিজেপি সরকারকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো যায় তারই মূলত সন্ধানের খোঁজে ছিল এদিনের ভার্চুয়াল মিটিং।
মিটিং জুড়ে ছিল পাখির চোখ ২০২৪ লোকসভার ভোট। তবে, তার আগে ওয়ার্ম আপ করার জন্য আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা ভোট সহ কযেকটি রাজ্যের ভোটে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের জন্য কোমর বাঁধার পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। যার সার্বিক উদ্দেশ্যে বিরোধীদের জোটবদ্ধ করে বিজেপিকে হারানো।
সোনিয়া গান্ধি বিরোধী ঐক্যের বার্তা দিয়ে বলেছেন, ‘যুক্তির উপর ভিত্তি করে পরিকল্পনা করতে হবে। প্রাদেশিক বৈরতা দূরে সরিয়ে এক জোট হয়ে বিজেপি বিরোধিতা করতে হবে। দেশের স্বাধীনতা আন্দোলনের মূল্যবোধ, সংবিধানের নীতি এবং বিধানগুলিতে বিশ্বাসী এক সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে হবে।’ এদিনের বৈঠকে সনিয়া গান্ধী তাঁর বক্তব্যেও গেরুয়া সরকারের এই আচরণের নিন্দা করা হয়। একই সঙ্গে বাদল অধিবেশজুড়ে সংসদের উভয় কক্ষের অভ্যন্তরে ও বাইরে বিরোধীদের একজোট হয়ে সরকার বিরোধীতারও প্রশংসা করেছেন তিনি।
এ প্রসঙ্গে কংগ্রেস সভানেত্রী বলেন, আমাদের এমন একটা সরকার গড়ার দিকে এগিয়ে যেতে হবে যেখানে স্বাধীনতা এবং মানুষের মূল্যবোধের গুরুত্ব বুঝবে। সবাই মিলে একসঙ্গে কাজ করার কোনও বিকল্প নেই বলেও তিনি এদিন মন্তব্য করেন।
সোনিয়া আরও বলেন, এবার সংসদের মধ্যে বিরোধী জোটের ঐক্য ছিল নজরকাড়া, কিন্তু বৃহত্তর রাজনৈতিক লড়াই তার বাইরে। বিজেপি বিরোধিতায় পথ যে অনেক লম্বা ও তার পরিকল্পিত প্রস্তুতি প্রয়োজন সেই বার্তাই দিলেন কংগ্রেস প্রধান।
তবে, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। তাঁর মত গুরুত্ব সহকারে আলোচনা ও সমর্থন করেন সোনিয়া।
সবাই মিলেই নেতৃত্ব দিতে হবে বলে প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধী ও তার পক্ষে সমর্থন করেন। পাশাপাশি এই ধরনের বৈঠকে জানা কংগ্রেসের সঙ্গে সহযোগী নয়, সেই সব দলগুলোকেও যারা বিজেপির বিরোধী তাদেরও আমন্ত্রণ জানানোর ওপর জোর দেওয়া হয়। এদিন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি অংশ নেয়নি। তবে, সোনিয়ার ডাকে সাড়া দিয়ে অংশ নিয়েছিল ১৯টি বিরোধী দল। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়, এনসিপি নেতা শরদ পাওয়ার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সিপিএমের সীতারাম ইয়েচুরি, ফারুক আব্দুল্লাহর মতো বিরোধী দলের নেতারা। এছাড়া, হাজির ছিলেন সিপিআই, আরজেডি, এআইইউডিএফ, ভিসিকে, লোকতান্ত্রিক জনতা দল, জেডিএস, আরএসপি, পিডিপি, আইইউএমএল দলের প্রতিনিধিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct