আর.এ.মন্ডল, ইন্দাস: ধর্মনিরপেক্ষ আমাদের ভারতবর্ষে আবারও পরিলক্ষিত সম্প্রীতির এক অনন্য নজির। আপাদমস্তক ইসলামিক পোশাকে শবদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত হেঁটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি আজফার হোসেন। এলাকায় সৎ ও কর্মভীরু নেতা হিসেবে পরিচিত, তাঁর এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদে প্রসংশা কুড়িয়েছেন। প্রতিবেদকের উত্তরে তিনি বলেন যে "আমি শুধু মানব ধর্ম পালন করেছি মাত্র"।
উল্লেখ্য পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকায় এই দৃশ্য লক্ষ্য করা যায় গত বুধবার রাত্রি ১০টায়। এদিন পাত্রসায়ের ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জির শ্বশুর স্বর্গীয় সত্যনারায়ণ মণ্ডলের শ্মশান যাত্রায় অংশগ্রহণ করেন এলাকার একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। শুধু শ্মশান যাত্রায় যোগদান নয় শবদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত হেঁটে গেলেন বাঁকুড়া জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন, ব্লক যুব তৃণমূল সভাপতি জিয়ারুল ইসলাম। অন্যদিকে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলেন মণ্ডল বাবুর একমাত্র ছেলে গৌরাঙ্গ মণ্ডল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকার সহ একাধিক সংখ্যালঘু কর্মী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct