রেশমা খাতুন: ফের বাসের ভাড়া বেশি নিয়ে হুঁশিয়ারি পরিবহন দফতরের। করোনা কালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো বাস চলাচল। সংক্রমণের দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে এলে বাস ও অন্যান্য গন পরিবহন ব্যাবস্থা চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত বছর থেকে করোনার জন্য বারে বারে বন্ধ হয়েছে গণপরিবহন ব্যাবস্থা। পরিষেবা চালু হতেই ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হয় বাস মালিক সংগঠনগুলি। অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানায় বাস মালিক সংগঠনগুলি। অপরদিকে বাসের ভাড়া বৃদ্ধি নিয়েও অনড় ছিলো রাজ্য সরকার। বাস মালিকদের সাথে বৈঠকও করা হয়। অবশেষে রাজ্য সরকারের নির্দেশে বাস চালানো শুরু হয়। তবুও একাধিক জায়গায় বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এবারে বাস মালিক সংগঠন গুলিকে হুঁশিয়ারি পরিবহন দফতরের। বেশি ভাড়া নিলে কড়া ব্যাবস্থা নেবে সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct