আপনজন ডেস্ক: ইকার ক্যাসিয়াসের গ্রাম—নাভালাক্রুজের বড় পরিচয় এটিই। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়কের সেই গ্রাম এখন জ্বলছে। প্রচণ্ড দাবদাহে দাবানল শুরু হয়েছে সেখানে। এরই মধ্যে নাভালাক্রুজ ও আশপাশের গ্রামের ১৫ হাজার হেক্টরের বেশি জায়গা পুড়ে গেছে আগুনে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্যমতে স্পেনের ইতিহাসের চতুর্থ বৃহত্তম দাবানলের ঘটনা এটি।
দাবানলের হাত থেকে গ্রামের বাকি অংশ বাঁচাতে আগুনের সঙ্গে লড়াই শুরু করেছেন নাভালাক্রুজের বাসিন্দারা। দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন গ্রামের সবচেয়ে বিখ্যাত ছেলে ক্যাসিয়াসও। ফুটবল ক্যারিয়ারে গোল বাঁচানোই কাজ ছিল ক্যাসিয়াসের। সেই ক্যাসিয়াস আগুনের হাত থেকে বাঁচাতে কাজে নেমেছেন নিজের গ্রামে। গ্লাভসের পরিবর্তে হাতে তুলে নিয়েছেন নিড়ানি আর পানিভর্তি বালতি। শুধু আগুন নেভানোর কাজে হাত লাগিয়েই বসে থাকেননি ক্যাসিয়াস, নাভালাক্রুজের মানুষ কীভাবে আগুনের বিরুদ্ধে লড়ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সেটিও। টুইটার ও ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও আপলোড করেছেন ক্যাসিয়াস। ৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার ধন্যবাদ দিয়েছেন আগুন নেভাতে কাজ করা সবাইকে, ‘ভয় ও আতঙ্ক দূর করে আগুন নেভাতে একতাবদ্ধ হয়েছি আমরা।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct