জৈদুল সেখ, কান্দি: লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের আবেদন শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। বৃহস্পতিবার কান্দি থানার অন্তর্গত মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উদয়চাঁদ পুর হাইস্কুলে সকাল নয়টা থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম দিন।
প্রসঙ্গত একদিনের দুয়ারে সরকার ক্যাম্পে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দুয়ার সরকারের ক্যাম্প করার প্রস্তুতি নেওয়া হয়েছিল কান্দি প্রশাসনের পক্ষ থেকে। যাতে করে এই ক্যাম্পে সমস্ত রকম শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্য কান্দি পুলিশ প্রশাসনের ঐক্যশক্তি বিশেষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের কাজ সাফল্য মন্ডিত করতে ক্যাম্পে পরিদর্শন আসেন কান্দি বিডি নীলাঞ্জন মণ্ডল, কান্দি থানার আই সি সুভাষ চন্দ্র ঘোষ। তবে গতবারের তুলনায় এবারের দুয়ারে সরকারের বেশি চাহিদা দেখা যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আবেদন করতে।
উল্লেখ্য মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১৬ টি সংসদ তার মধ্যে বৃহস্পতিবার ছয়টি সংসদের ক্যাম্প চলছে। কারণ হিসাবে বলা হয়েছে শারীরিক দূরত্ব মেনে সুস্থ ভাবে ক্যাম্প পরিচালনার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৭ তারিখ এবং ৬ তারিখ আবারও দুয়ারে ক্যাম্প বসবে বলে জানিয়েছেন মহলন্দী দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ খাতুন। তবে গত বিধানসভার আগে দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়েছিল সেখানে অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড এবং খাদ্য সুরক্ষা কার্ডের জন্য আবেদন করলেও এখনো পর্যন্ত কার্ড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। প্রশ্ন উঠছে তবে কী দুয়ারে সরকার প্রকল্প সার্বিকভাবে সাফল হচ্ছে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct