জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন তালিবানরা দখল করে আফগানিস্তান। তালিবানদের আফগানিস্তান দখলের পরই আতঙ্কে রয়েছেন পুরুলিয়ায় বসবাসকারী কাবুলিওয়ালারা। ১৫ আগস্টের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরিবার-পরিজন ও আত্মীয়দের সাথে। আতঙ্কে ঘুম ছুটছে পুরুলিয়া শহরের পুলিশলাইন এলাকায় বসবাসকারী কাবুলিওয়ালাদের। একদা আফগানিস্তানের কাবুলের বাসিন্দা হলেও দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পুরুলিয়ায় বসবাস করছেন তারা। বর্তমানে পুরুলিয়া শহরে বসবাস করলেও পরিবার পরিজন থেকে আত্মীয় সকলেই এখনো রয়েছে আফগানিস্তানের কাবুলে। মাঝেমধ্যেই যোগাযোগ হতো তাদের সাথে।
কিন্তু সম্প্রতি তালিবানদের আফগানিস্তান দখলের পরই পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের চিন্তায় ঘুম ছুটছে তাদের। পরিজনেরা কেমন আছেন, তালিবানদের অত্যাচারে কতটা ভালো আছে সেই চিন্তা এখন তাদের শান্তি কেড়ে নিয়েছে। আবার পরাধীন হয়েছে দেশ। আর দেশে ফিরতে পারবে কি না তারা বা পরিজনদের সঙ্গে দেখা হবে কি না তা এখন বড়ো প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়ায় বসবাসকারী কাবুলিওয়ালাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct