সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক অলকার সেন মজুমদারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া পৌরসভার ৬টি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরা। সংগঠন মজবুত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটির পাশাপাশি জেলা কমিটি ও পৌরসভার কমিটিতে রদবদল এনেছেন । যেখানে দেখা গেছে বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক অলোকা সেন মজুমদারকে পুনরায় পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পৌর প্রশাসক মন্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন দিলীপ আগরওয়াল। কিন্তু তারপরও দেখা যাচ্ছে রীতিমতো তিনি পৌরসভায় এসে তার চেয়ারে’ বসছেন এমনটাই অভিযোগ করছেন বাঁকুড়া পৌরসভার প্রাক্তন ৬ কাউন্সিলার। এমনকি তার সরকারী প্রদত্ত নেমপ্লেট এখনো পৌর অফিসে লাগানো রয়েছে অভিযোগ তোলেন তারা। এর পাশাপাশি ওই ছয় কাউন্সিলরের দাবি তাদের রাজ্যের সব পৌরসভার মত তাদেরকেও পৌরসভার কো-অর্ডিনেটরের জায়গা দিতে হবে। তাদের বারবার কোন সার্টিফিকেট এর জন্য পৌরসভায় আস্তে হচ্ছে আর এই কো-অর্ডিনেটর এর দায়িত্ব থাকলে তারা প্রতিটি কাউন্সিলর অফিস থেকে বিভিন্ন কাজ কর্ম করতে পারবেন বলে জানান।
দেবাশীষ সাহা নামে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান কাউন্সিলর জানান বিভিন্ন বিষয় নিয়ে পৌর প্রশাসকের সঙ্গে জানতে এসেছিলাম প্রতিটি পৌরসভায় কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে রাখা হয়েছে কিন্তু বাঁকুড়া পৌরসভা সেই অর্ডার থেকে বিরত কেন। সেই অর্ডার আমরা জানতে এসেছিলাম। আমরা শুনেছি পৌরসভা থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে কিন্তু সেই অর্ডার তিনি মানছেন না। এটা আইনি না বেআইনি সে বিষয়ে প্রশ্ন তুলেন এদিন। এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক অলোকা সেন মজুমদার জানান , এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct