আপনজন ডেস্ক: রেললাইনে শুয়ে অজস্র মানুষ চিকিৎসা নিচ্ছেন। অবাক করার বিষয় হলেও সত্যিই যে এভাবে ইন্দোনেশিয়ার কিছু মানুষ রেল ট্র্যাক থেরাপি নিয়ে থাকে। এটি একটি চিকিৎসাব্যবস্থা। শুধু বড়রাই নন, শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরি এমনকি বৃদ্ধ সব বয়সের মানুষরাই এই চিকিৎসা গ্রহণ করতে রেললাইনে মাথা দেন। রেললাইন থেরাপি নিতে আসা মানুষদের সবারই যে একই রোগ, তা কিন্তু নয়। একেকজন ভিন্ন রোগ বা শারীরিক সমস্যা নিয়েই বিপজ্জনক এই থেরাপি নিতে আসেন। তেমনই একজন হলেন শ্রি মুলিয়াতি। ৫০ বছর বয়সী এই ব্যক্তি জানান, তিনি ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে। চিকিৎসকরা সব দামী দামী ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন।তবে এতো অর্থ ব্যয় করে ওষুধ খাওয়া তার পক্ষে সম্ভব নয়। এজন্য ডায়াবেটিস সারাতে মুলিয়াতি রেললাইন ইলেকট্রিক থেরাপি গ্রহণ করছেন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এ থেরাপি গ্রহণ করতেই থাকবেন বলেও জানান মুলিয়াতি। রেললাইনে চিকিৎসা নিতে আসা মানুষের ধারণা, ট্রেন চলার সময় রেলাইনে যে কম্পন ও হালকা বৈদ্যুতিক তরঙ্গ ঘটে তা শরীর মধ্য দিয়ে প্রবেশ করানো। তাদের ভ্রান্ত ধারণা হলো, এভাবে রেললাইনে শুয়ে থাকলেই সারবে বিভিন্ন রোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct