আপনজন ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের তোরখাম ক্রসিংয়ে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের তিন রঙা পতাকার স্থলে দেখা যাচ্ছে ইসলামিক আমিরাতস অব আফগানিস্তানের সাদা পতাকা। আফগান সীমান্ত রক্ষী বাহিনীর সৈন্যের জায়গায় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে তালেবান যোদ্ধা। তোরখাম এখন বিদ্রোহী এ গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। যেটি পাকিস্তান-আফগানিস্তানের সবচেয়ে ব্যস্ত সীমান্ত ক্রসিং।কয়েকদিন আগেও কয়েকশ আতঙ্কিত আফগান বেসামরিক নাগরিককে এখানে জড়ো হতে দেখা গেছে। দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা করছিল তারা। তারপর আফগান পুলিশ বাহিনীর অল্প সংখ্যক সদস্য তালেবানের কাছে আত্মসমর্পণ করেন। আফগান সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াই তাদের ভূখণ্ডের বাইরেও ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কায় বিদ্রোহীরা কাবুল দখলের আগেই পাকিস্তান সীমান্তে তাদের অংশ বন্ধ করে দিয়েছিল, তবে তা ছিল সাময়িক। পরে ব্যবসা-বাণিজ্যের জন্য ক্রসিংটি ফের খুলে দেওয়া হয়, বিধিনিষেধ দেওয়া হয় মানুষের যাতায়াতে।সাধারণত এই ক্রসিং দিয়ে প্রতিদিন প্রায় ৬-৭ হাজার মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানে ঢোকার অপেক্ষায় আফগান অংশে দাঁড়িয়ে থাকা মাত্র জনা পঞ্চাশেক লোককে দেখা গেছে গিয়েছে। এদিন সীমান্ত পার হতে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি সময় লাগছিল। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা চান না কোনো তালেবান যোদ্ধা বেসামরিক নাগরিকের ছদ্মবেশে পাকিস্তানে প্রবেশ করুক। যে কারণে তারা সীমান্তে যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত-সহিংসতার প্রেক্ষিতে পাকিস্তান নিজের অংশেও কড়াকড়ি বাড়িয়েছে। আফগানিস্তানের সঙ্গে তাদের সব সীমান্ত ক্রসিংয়ে এখন ব্যাপক সংখ্যক সশস্ত্র সেনা মোতায়েন থাকে, যে কারণে আফগান নাগরিকদের পক্ষে সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানে ঢোকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct