আপনজন ডেস্ক: চিড়িয়াখানা কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪৭টি চিত্রা হরিণ বিক্রি করেছে, যা আগের পাঁচ বছরের হরিণ বিক্রির সমান। এতে চিড়িয়াখানার আয় হয়েছে ৩২ লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এখনো তাদের কাছে ধারণক্ষমতার চেয়ে অন্তত ১০০টি হরিণ বেশি রয়েছে। প্রতি জোড়া হরিণ তারা এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে। আর ময়ূর বিক্রি করে প্রতি জোড়া ৫০ হাজার টাকায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের হিসাবে, ২০১৬ সালে ২১টি চিত্রা হরিণ বিক্রি করেছিল তারা। ২০১৭ সালে দুইটি, ২০১৮ সালে ১২টি, ২০১৯ সালে চারটি, ২০২০ সালে আটটি হরিণ বিক্রি হয়। আর গত জানুয়ারি থেকে আগস্ট তারা পর্যন্ত ৪৭টি হরিণ বিক্রি করেছে। ঢাকার চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখার প্রধান ডা. মো. ওসমান গনি বলেন, 'বন বিভাগের অনুমতি সাপেক্ষে আমরা এগুলো বিক্রি করে থাকি। হরিণ কেনার অনুমতি দেওয়ার জন্যে বন অধিদপ্তরের ইন্সপেকশন দল সরেজমিন যাচাই করে দেখে যে, যিনি কিনবেন, তার সেগুলো লালন-পালন করার সামর্থ্য আছে কি না। সাধারণত বড় ব্যবসায়ীরা নিজেদের বাড়িতে বা খামারে রাখার জন্যে এগুলো কিনেন। তবে, এগুলো অবশ্যই খাওয়ার জন্যে নয়।কেউ এগুলো কিনলে বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা এর লালন-পালনে সহযোগিতা করেন। তা ছাড়া, স্থানীয় পশু হাসপাতালকেও যেকোনো সহযোগিতার জন্যে এ তথ্য জানিয়ে রাখা হয়। একইসঙ্গে প্রতি বছর এগুলোর বিপরীতে ট্যাক্স দিতে হয়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct