সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: ভাঙড় ২ ব্লকের শানপুকুর পঞ্চায়েতের নতুন ভবন তৈরি হল। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে ভবনটি। তবে নতুন ভবনটিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাজ কর্ম। পুরাতন ভবনটিতেও চলছে কিছু কাজ।
২০১৯-২০ অর্থ বর্ষে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়। অনানুষ্ঠানিক ভাবে পঞ্চায়েতের কাজকর্ম শুরু হয়ে গেছে নতুন ভবনে। তবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে ও পুরো কাজ সম্পন্ন হতে আরো মাস তিনেক লাগতে পারে বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে। কাজ সম্পন্ন হওয়ার পর পঞ্চায়েত মন্ত্রীকে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জানান প্রধান তানিয়া মহসিন বিবি। বাগজোলা খালের পাশে শোনপুরের চিনিপুকুর গ্রামে অবস্থিত শানপুকুর পঞ্চায়েত কার্যালয়। আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির একাংশ। তাছাড়া ভবনটি তিনতলা বিশিষ্ট হলেও অত্যন্ত ছোট পরিসরে ছিল। নতুন ভবনটিও তিনতলা বিশিষ্ট। তবে পরিসর অনেক বড়। তিনতলা বিশিষ্ট নতুন বিল্ডিংয়ের তিনতলায় রয়েছে কনফারেন্স হল। দুতলায় রয়েছে প্রধান ও উপপ্রধানের ঘর। একই তলাতে রয়েছে সচীব, নির্মাণ সহায়ক, কার্য নির্বাহী সহায়কের ঘর। রয়েছে স্টাফ রুম। নিচের তলায় রয়েছে কার পার্কিং জোন। রয়েছে “জল ধর, জল ভর” প্রকল্পের জলাশয়। নতুন ভবন তৈরি সম্পর্কে প্রধান তানিয়া মহসিন বিবি বলেন, “ পুরাতন ভবনের তুলনায় নতুন ভবনটি অনেক বড়। পরিচ্ছন্নতাও বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে জনপ্রতিনিধি ও অফিস স্টাফ থেকে সাধারণ মানুষ সবাই স্বাচ্ছন্দ বোধ করবেন। ফলে বাড়বে কাজের গতি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct