মতিরুল রহমান সেখ, কলকাতা: প্যারামেডিক্যাল পড়ুয়াদের নানা বিধ সমস্যার কথা জানিয়ে ফ্যাকাল্টিতে গণ মেইল করুন শিরোনামে ক্যাম্পেইন পরিচালনা করেছেন রাজ্যের প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদের এক অংশ। আজ বৃহস্পতিবার মেইল করার দিন নির্ধারণ করেছেন তারা।
কলেজ খোলা, ছাত্রছাত্রীদের ভ্যাক্সিনেশন করা তাদের মূল দাবি। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কলেজ ছুটি হয়। তা আজও খোলা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ধীরে ধীরে দোকান বাজার খুলেছে। বাস ট্রেন চালু হয়েছে। তাই মেসে থাকতে এখন আর কোন সমস্যা নেই। এমবিবিএস, আয়ুর্বেতিক, নার্সিং সহ বিভিন্ন বিভাগের মেডিক্যাল ছাত্রছাত্রীদের অনুমতি মিলেছে অনেক আগেই। কিন্তু স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি প্যারামেডিক্যাল পড়ুয়াদের এখনও কলেজ যাওয়ার অনুমতি দেয়নি। পড়ুয়াদের দাবি তাদের যাওয়ার অনুমতি দিতে হবে এবং কর্তৃপক্ষকে দায়িত্ব নিয়ে তাদের ভ্যাক্সিনেশন করাতে হবে। এদিকে প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ফাইনাল পরীক্ষা এগিয়ে এলো। অথচ এখনও অনলাইন বা অফলাইন কোন ভাবেই ইন্টারনাল পরীক্ষা নেইনি। কীভাবে মূল্যায়ন হবে এই নিয়ে ছাত্রছাত্রীরা ধোঁয়াশার মধ্যে রয়েছে। দীর্ঘদিন কর্তৃপক্ষের নিরবতা স্টুডেন্টদের ভাবিয়ে তুলছে।
এছাড়াও অভিযোগ, ছাত্রছাত্রীরা একাধিক বার মেইল করেও কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি, দেয়নি কোন সদুত্তর। ছাত্রছাত্রীদের অনুরোধ এবছর পরীক্ষা যেন গত বছরের ন্যায় এম সি কিউ বেস হয়, কেননা দুর্বাগ্যবশত সারা বছর বাড়িতেই কেটে গেছে এবং কোন সাবজেক্টে গভীর জ্ঞান অর্জনের সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। পড়ুয়াদের অন্যান্য দাবি গুলোর মধ্যে রয়েছে - পিপিপি মডেল বাতিল করা, ক্লাস টিচার ও ডেমোস্ট্রেটর নিয়োগ করা, ইন্টার্নশীপে ভাতা বৃদ্ধি, পরিকাঠামোর মান উন্নয়ন, মান্ধাতা আমলের সিলেবাস আপগ্রেড করা এবং কোর্স শেষে প্লেসমেন্টের ব্যাবস্থা করা। পাস আউট স্টুডেন্টদের দাবি কোর্স প্লেসমেন্টের ব্যাপারে ফ্যাকাল্টি কর্তৃপক্ষের ভাবা উচিৎ। ডি আর ডি, অপটোমেট্রি, ডায়ালিসিস সহ যেসব কোর্সের নিয়োগ হচ্ছে না সেই কোর্সে স্টুডেন্ট ভর্তি কম করে দেওয়ার দাবি করছে ছাত্রছাত্রীদের এই সংগঠন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct