আপনজন ডেস্ক: আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৯.৫ কোটি ডলারের ( ভারতী টাকায় প্রায় ৭৫ হাজার কোটি টাকার বেশি) সম্পদ নিজেদের দখলে রেখে দিল আমেরিকা। ফলে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও নিজ দেশের প্রায় হাজার কোটি ডলার হাতে পাচ্ছে না তালেবান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, এখনও মার্কিন রাজস্ব দফতরের নিষেধাজ্ঞার তালিকায় নাম রয়েছে তালেবানের। যার ফলে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তি পাবে না। আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি এ প্রসঙ্গে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, জানতে পেরেছিলান তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে সেখানে। যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct