নিজস্ব প্রতিবেদক: হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের আমতা বিধানসভা কেন্দ্রের অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক গ্রামের দক্ষিণ পাড়ায় জল নিকাশি খালের উপর সেচ দপ্তরের তৈরি কাঠের সেতু একমাত্র যাতায়াতের মাধ্যম।
এটি প্রায় বছর চারেক আগে তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিক বন্যায় জলমগ্ন হয়ে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে সেতুটির। মানুষ ভয়ে পপার হচ্ছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। এখন থেকে এই পোলটি সংস্কারে গুরুত্ব না দিলে আগামীদিনে চলাচলে আরো সমস্যা দেখা দেবে গ্রামবাসীদের ধারণা। অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct