বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: বিভিন্ন জন পরিষেবা মূলক প্রকল্প নিয়ে আবারও সরকার হাজির হয়েছে মানুষের দুয়ারে। এবারে সমস্যা সমাধানের জন্য চালু হয়েছে "দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান" নামক প্রকল্পটি। যাতে প্রতিটি পরিবার সমস্ত সরকারি পরিষেবাগুলো পায় তার জন্য আবারো চালু করা হয়েছে এই প্রকল্প।
তবে এবারের প্রকল্পে বিশেষ আকর্ষণ "লক্ষীর ভান্ডার"। বাজার ব্যবস্থা সচল রাখতে বাড়ির মেয়েদেরকে আর্থিক সাহায্যের চিন্তা মাথায় আনেন মুখ্যমন্ত্রী। তার এই অভূতপূর্ব প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে যেমন জায়গা করে নিয়েছে তেমনি সারা ফেলেছে সরকারি এই প্রকল্পটি।
ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির ময়দানে এই "দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান" প্রকল্পটি উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, কুলপির ভিডিও, ডায়মন্ড হারবার এর বিধায়ক পান্নালাল হালদার, দক্ষিণ ২৪ পরগনা প্রাণি ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ উমাপদ পুরকাইত, ডায়মন হারবার এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী,পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার, দ:২৪ প: ছাত্র পরিষদের সভাপতি অমিত সাহা সহ পৌরসভার সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct