কুতুবউদ্দিন মোল্লা, ঢোসা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় "খেলা হবে দিবস " পালন করল তৃনমূল কংগ্রেস পরিচালিত বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ঢোসা নবীনচাঁদ হাই স্কুল মাঠে "খেলা হবে দিবস ২০২১" অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। খেলা হবে দিবস ২০২১ উৎসবে জয়নগর ১ নম্বর ধোসা চন্দনেশ্বর অঞ্চলের মধ্যে নথিভুক্ত সবকটি ফুটবল দলের ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এদিন ধোসা নবীনচাঁদ হাই স্কুল মাঠে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।জয়নগর ১ নম্বর ব্লক সভাপতি শ্রী তপন কুমার মন্ডল, জানিয়েছেন, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে, প্রতিটি পুরসভা এলাকায় সোমবার খেলা হবে দিবস ২০২১ পালন করা হলো। তাই জয়নগর ধোসা নবীন চাঁদ হাই স্কুল মাঠে খেলা হবে দিবসে কর্মসূচি পালন করা হল। সাধারণ মানুষের মধ্যে ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং খেলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন ঘটাতেই এই খেলা হবে দিবস উদযাপন বলে জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢোষা চন্দনেশ্বর অঞ্চলে পঞ্চায়েত প্রধান চম্পা মন্ডল, ধোসা চন্দনেশ্বর অঞ্চলে যুব তৃণমূল সভাপতি সুব্রত মন্ডল, মেন্টর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ রফিকুল হাসান ছাড়াও বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct