সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: ভাঙড়ে তৃণমূল কর্মীর উপরে হামলা চালানো দুষ্কৃতীদের তিনদিনের মধ্যে গ্রেফতার না করলে গোটা ভাঙড় অবরুদ্ধ করার হুমকি তৃণমূল জেলা সভাপতির। মঙ্গলবার দুপুরে ভাঙড় ১ এ ব্লক তৃণমূলের সভাপতি কাইজার আহমেদের উদ্যোগে বড়ালী ঘাটে তৃণমূলে যোগদান কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে কার্যত হুমকির সুরে একথা বলেন শুভাশিস চক্রবর্তী।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনকে কেন্দ্র করে নলমুড়ি গ্রামে সংঘর্ষে জড়ায় তৃণমূল-আই এস এফ। তৃণমূলের অভিযোগ নিজাম মোল্লা নামের এক কর্মী আহত হন। যদিও আইএস এফের পক্ষ থেকে সে অভিযোগ অস্বীকার করা হয়।
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি সুভাশিস চক্রবর্তী কার্যত হুমকির সুরে বলেন, " তৃণমূল কর্মীর উপরে হামলা চালানো অভিযুক্তদের তিন দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। নাহলে গোটা ভাঙড় অবরুদ্ধ করে দেওয়া হবে।"
যোগদান কর্মসূচির উদ্দোক্তা তথা ভাঙড় ১ এ সাংগাঠনিক ব্লকের সভাপতি কাইজার আহমেদ বলেন, " এদিন প্রায় দশ হাজার মানুষ আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আগেও তৃণমূল করতেন। অভিমান করে তারা তৃণমূলের বিরুদ্ধে গেছিলেন। নতুন করে তারা ঘরে ফিরলেন।"
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী অবশ্য বলেন," এদিন যাদেরকে আইএসএফ কর্মী হিসাবে দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হল, তারা আসলে আইএসএফ কর্মীইয় নন।"
এদিনের যোগদান কর্মসূচিতে সুভাষীস চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি মোহিনী বিশ্বাস, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct