আপনজন ডেস্ক: জাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলমা যিনি একের পর এক পরাজয়েও দমে যাননি। অধ্যবসায়ের ফলে সফল হয়েছিলেন। জাম্বিয়ার ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) নেতা হিচিলমা প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচবার পরাজয়ের পর এবার জয়ী হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এডগার লুঙ্গুকে ১০ লাখের বেশি ভোটে হারিয়েছেন।
৫৯ বছর বয়সী হিচিলমা নিজেকে রাখাল হিসেবে পরিচয় দেন। তিনি কিশোর বয়সে পরিবারের গবাদিপশু চড়াতেন। পরে দেশটির অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী হিচিলমা রাজনীতিতে আসার আগে একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আবাসন, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের ব্যবসার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এবারের নির্বাচনে তিনি কৃষক পরিবার থেকে আসার ও ব্যবসা ক্ষেত্রে সফল হওয়ার উভয় কৌশল খাটিয়ে ভোটারদের আকৃষ্ট করেন।
তিনি ভোটারদের বলেন, তামাসমৃদ্ধ দেশ জাম্বিয়ার অর্থনীতি ঠিকমতো চালাতে তাদের একজন সফল ব্যবসায়ীর প্রয়োজন। দেশের কৃষকদের পক্ষে টানতে হিচিলমা তাঁর কৃষক পরিবার থেকে উঠে আসার কথা ব্যবহার করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দেশটির তরুণদের আকর্ষণ করার বিষয়টি। দেশটির নিবন্ধিত ৭০ লাখ ভোটারের অর্ধেকের বয়স ৩৫ বছরের নিচে। প্রতি পাঁচজনের একজন বেকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct