আপনজন ডেস্ক: আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। বিশ্বসংস্থাটি এমন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যা হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
সোমবারের ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সকল প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।
আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালিবান আহ্বান জানিয়েছে, তারা যেন সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফিরে আসেন।তালিবানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে... সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সাথে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’ যদিও মার্কিন বাহিনীর জন্য যারা অনুবাদক হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct