আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা বিভিন্ন ঐতিহ্যময় শহরের নাম বদল করতে উঠেপেড়ে লেগেছে। এর মূলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই পথেই এবার উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত আলিগড়ের নাম, পাল্টে ‘হরিগড়’ রাখার প্রস্তাব পেশ করেছে উত্তরপ্রদেশ সরকারের কাছে। এর আগে মুঘলসরাই রেল স্টেশন থেকে শুরু করে এলাহাবাদের নাম পাল্টে দেওয়া হয়েছে। এবার মুসলিম অধ্যুষিত আলিগড়ের পালা।
জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতেছে আলিগড়ের বেশ কিছু এলাকায় ও মৈনপুরী জেলায়। তাই নাম পরিবর্তন করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। আলীগড়ে জেলা পঞ্চায়েত বোর্ডের সভায় কেহরি সিং এবং উমেশ যাদব আলিগড়ের নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব করেছিলেন, যা সকল সদস্যরা সর্বসম্মতিক্রমে পাস করেন। আর জেলা পঞ্চায়েত সভাপতি অর্চনা ভাদৌরিয়া মৈনপুরীর নাম পরিবর্তন করে ময়ন ঋষীর নাম অনুযায়ী ময়ননগর করার প্রস্তাব পাস প্রস্তাব পেশ করলে সেটাও পাশ হয়ে যায়। এই প্রস্তাব উত্তরপ্রদেশ সরকারের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদশের একের পর এক শহরের নাম বদলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ হয়েছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। এবার আলিগড় হরিগড় হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct