সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় জুড়ে সাড়ম্বরে পালন করা হল ৭৫ তম স্বাধীনতা দিবস। এদিন এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কোভিড যোদ্ধা সম্মান প্রদান করা হয় সাংবাদিকদের। জাতীয় দিবসেও রাজনৈতিক সহিংসতায় জড়াল তৃণমূল- আইএসএফ!
রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ভাঙড়ের বিভিন্ন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। অপরদিকে তাঁর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত রেজাউল করিম আলাদা ভাবে বিভিন্ন গ্রামে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। ভাঙড় ২ ব্লকে স্বাধীনতা দিবস উৎযাপনেও শাসক দলের গোষ্ঠী কোন্দল অব্যাহত থাকে।
অপরদিকে ভাঙড় ১ ব্লকে স্বাধীনতার পতাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও আইএসএফ! ভাঙড়ের নলমুড়ি গ্রামে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। তৃণমূল নেতা কাইজার আহমেদের অভিযোগ আইএসএফ কর্মীদের মারে মাথা ফেটেছে তৃণমূল কর্মীর। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি তৃণমূলের মারে জখম হয়েছেন আইএসএফ কর্মীরা।
এদিন ভাঙড়ের ‘চলো পাল্টাই’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা ভাঙড়ের মুদ্রণ, দূরদর্শন ও অনলাইন সাংবাদিকদের কোভিড যোদ্ধা সম্মান প্রদান করে।
তৃণমূলের পাশাপাশি এদিন আইএসএফ এবং সিপিএম বিভিন্ন জায়গায় তেরঙ্গা উত্তোলন করেন। প্রশাসনিক স্তরে পতাকা উত্তোলন করা হয় ভাঙড় ১ এবং ২ বিডিও অফিস এবং ভাঙড়, কাশিপুর ও কেএলসি থানায়। রাজনৈতিক দল প্রশাসনিক স্তর ছাড়াও পতাকা উত্তোলন করা হয় ভাঙড় মহাবিদ্যালয় সহ, বিভিন্ন বিদ্যালয়ে। কাঁঠালিয়া মাদ্রাসা মদীনাতুল উলুম ও কাঠজ্বালা-ছেলেগোয়ালিয়া খারেজি মাদ্রাসাসহ বিভিন্ন সিনিয়র ও হাই মাদ্রাসাতে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করে ‘কলামন্থন একাডেমী অব ফাইন আর্টস’, ‘আমার ভাঙড়,’ ‘নতুন সুর্য’ ও ‘ইচ্ছে ডানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct