দেবাশীষ পাল, মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে খেলা দিবস। উদ্যোক্তা মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ এবং চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত। অপরাধ জগতের সাথে যুক্ত এই দুই গ্রাম পঞ্চায়েতের নাম জালনোট, অস্ত্র কারবার এমনকি পোস্ত চাষ সহ খুন সন্ত্রাসের জন্য পরিচিত। সেই কালো অধ্যায় থেকে নিজেদের পঞ্চায়েতের নাম মুছতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত খেলা দিবসকে হাতিয়ার করলেন এই দুই গ্রাম পঞ্চায়েত।
তারই অঙ্গ হিসাবে সোমবার গোটা রাজ্যের পাশাপাশি এই দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলাপগঞ্জ হাইস্কুল মাঠে আন্তঃরাজ্য দিবারাত্রি কালীন মহিলা এবং পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো। দার্জিলিং, আসানসোল,বীরভূম সহ মোট আটটি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার, গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান এর স্বামী জিয়াউর হক, চুরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর স্বামী মতিউর রহমান সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct