সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: দেশের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসকে পালিত করছে স্টুডেন্ট, সাধারণ মানুষ, পার্টির কর্মীরা, পুলিশ সেইরকমই আজ ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা করোণা বিধি মেনে, মাক্স স্যানিটাইজার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করলো এবং বেলিয়াতোড় থানাতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দের সাথে পতাকা উত্তোলন করল।
বেলিয়াতোড় থানা ভারপ্রাপ্ত অফিসার বিন্দেশ্বর গড়াই বেলিয়াতোড় থানায় পতাকা উত্তোলন করল এবং সমস্ত পুলিশ এনসিসি এন্ড এনএসএস ক্যাডেটদেরকে মিষ্টি বিতরণ করলেন। যতীন রানা নামে এক এনসিসি ক্যাডেট আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন এই স্বাধীনতা দিবসে বিভিন্ন জায়গায় গান-বাজনার মাধ্যমে এবং গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়ানোটা কি দেশ ভক্তি? ১৬ই আগস্ট এ দেখা যায় বিভিন্ন জায়গায় দেশের পতাকা পড়ে আছে বা যে পতাকা উত্তোলন করা হয় ১৫ই আগস্টে সেটি পরের দিন অর্থাৎ ১৬ই আগস্ট এ কিছু কিছু জায়গায় দেখা যায় তো বিশেষ অনুরোধ এই কাজটি করবেন না আমাদের দেশকে অপমান করবেন না। এভাবে রাস্তাঘাটে পতাকা ফেলে রাখা এটা ধিক্কারজনক ব্যাপার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct