আপনজন ডেস্ক: ঘরে কোন গাছ রাখলে শ্বাসকষ্টের সমস্যা কমবে, সেটা জানাল নাসা। নাসাকোন গাছ ঘরে রাখলে কমবে শ্বাসকষ্টের সমস্যা। ঘরের ভেতরের গাছ দিনের আলোয় কার্বন-ডাই-আক্সইডকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনে পরিণত করে। শুধু তাই নয়, কোনো কোনো গাছ বেনজিন, ফর্মালডিহাইডের মতো দূষিত পদার্থকেও বাতাস থেকে টেনে নেয়। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, এই ধরনের বাতাস পরিশুদ্ধকারী গাছ তাদের নানা উপকার করতে পারে। ‘নাসা’-র পক্ষ থেকে এক গবেষণা চালানো হয় এই ধরনের গাছ নিয়ে। গবেষণায় বেশ কয়েকটি গাছকে এই তালিকায় রাখা হয়। এক্ষেত্রে স্প্যাথিফাইলাম (পিস লিলি) গাছ বেশ কার্যকরি। বেনজিন, ফর্মালডিহাইড থেকে অ্যামোনিয়া— বাতাস থেকে বেশির ভাগ দূষিত পদার্থই টেনে নিতে পারে এই গাছ। তবে এর পাতা শিশু এবং পোষা প্রাণীর শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। এছাড়া বাড়িতে লাগাতে পারেন আইভি লতা। বাড়ির দেওয়ালে অনেকে এই গাছ লাগান। কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে ঘরের ভেতরে রাখাই ভাল। তাতে বাতাসও পরিশুদ্ধ হয়। স্পাইডার প্লান্টও বেশ ভালো। এই গাছ ঘরের ভেতরে বাঁচানো খুব সহজ। ফর্মালডিহাইড এবং জাইলেনের মতো দূষিত পদার্থ বাতাস থেকে টেনে নেয় এই গাছ। শিশু এবং পোষা প্রাণীও নিরাপদ এই গাছ থেকে। মানি প্লান্ট অনেকের বাড়িতেই থাকে। একে বাঁচানোর জন্যও বিশেষ পরিশ্রম করতে হয় না। এমনকি মাটিও লাগে না এই গাছ বাঁচাতে। শুধু জলে রেখে দিলেও বেঁচে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct