আব্দুস সামাদ মন্ডল, ফুরফুরা শরীফ: প্রতি বছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উদযাপন করলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। তবে এই ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন এক অন্যরূপে, এই স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে তিনি পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার ২০২০-২১ বর্ষের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন।এদিনের অনুষ্ঠান শুরু হয় ভারতবর্ষের বীর যোদ্ধার-শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী।
তিনি বলেন “ সবাই এর কাছে অনুরোধ করছি আগামী দিন তোমরা অনেক বড় হয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উন্নতির জন্য কাজ করো, দেশের জন্য কাজ করে, বাবা মায়ের পাশে থেকে”। উপস্থিত ছিলেন সংগঠনের অফিস ইনচার্জ আলাউদ্দিন, আব্দুল সাত্তার সাহেব, হোস্টেল সুপার আব্দুল ফাত্তাহ সহ আরো অনেক বিশিষ্টজনেরা। সকলের হাতে শংসাপত্র, শাল, মিষ্টি এবং চেক তুলে দেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব।
আগামীদিনে শিক্ষার জন্য সকলের পাশে থাকার অঙ্গীকার করার পাশাপাশি তিনি আরও বলেন শিক্ষার অগ্রসরে এই কৃতী ছাত্র ছাত্রীরা যাতে আগামী দিনে এভাবেই সফলতা অর্জন করেন তার জন্য সর্বতভাবে তিনি সাহায্য করবেন বলে ঘোষণা দেন।
প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতবর্ষের এক কৃতি সন্তান এপিজে আবুল কালাম সাহেবের উক্তির মাধ্যমে সকল কৃতি ছাত্র-ছাত্রীদের কে আরেকবার অনুপ্রাণিত করে এই অনুষ্ঠানটি শেষ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct