ওয়ারিশ লস্কর, উস্থি: ৭৫তম স্বাধীনতা দিবসে দেশের সর্বত্র উৎসব মুখরিত হয়ে উঠেছে। প্রায় জায়গায় একাধিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলগুলি ও বহু অরাজনৈতিক স্চ্ছোসেবী সংগঠন আজ ১৫ই আগস্ট উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেজে উঠেছে বহু এলাকা, কোথাও রাজনৈতিক ভাবে দলবলের হিড়িক, আবার কোথাও যুবক ছেলেদের ঘুরতে বের হওয়া হই হট্টগোল।
এমন নানাবিধ কর্মসূচির আনন্দে যখন সকলে মোহিত ঠিক তখনই লকডাউন ও করোনাকালীন পরিস্থিতিকে মাথায় রেখে এক অভিনব উদ্যোগ দেখা যায় মগরাহাট ১ নং ব্লক অর্থাৎ উস্থি থানার মধ্যে অবস্থিত বাণেশ্বরপুর ব্লক হসপিটালে। জেলা পরিষদের সদস্যা সঙ্গীতা হালদার, আখতার হোসেন খোকন, আবুল হাসান মন্ডল ও অন্যান্য বহু রাজনৈতিক নেতৃত্ব ও অরাজনৈতিক সমাজসেবীদের যৌথ উদ্যোগে আখতার হোসেন খোকন বাবুর নেতৃত্বে এদিন হসপিটালের সমস্ত মহিলা-পুরুষ রোগী, ডাক্তার, নার্স সহ সমস্ত স্টাফদের হাতে একটি করে গোলাপ ফুল, মাস্ক ও বেশ কিছু ফল তুলে দিলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে অনুষ্ঠানের পরিচালক অর্থাৎ আখতার হোসেন বাবু, “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নায়ʼʼ এই কথা উল্লেখ করে বলেন যে বিপদের সময় মানুষের পাশে থেকে ভালো মন্দের খবরাখবর রাখাটা আমাদের নৈতিক কর্তব্য। তাই এই শুভ দিনে আমরা এমন উদ্যোগ নিয়েছি।
এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত নার্সদের মতামত জিজ্ঞাসা করলে তাঁরা বলেন, আমরা সত্যিই খুব আনন্দিত, কারন আমাদের চাকরি জীবনে আমরা এমন উদ্যোগ নিতে কাউকে দেখিনি। ব্লক স্বাস্থ্য আধিকারিক অরূপ নস্কর বাবু আজ অনুষ্ঠানে বিশেষ কারনে উপস্থিত থাকতে না পারলেও সার্বিকভাবে সাফল্য কামনা করেন ও আগামী যে কোনো সমস্যায় সহযোগিতা করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct