সুব্রত চৌধুরী, নিউ জার্সি: ১৫ আগস্ট ভারতের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস ৷ খুব ধুমধামের সঙ্গে দিনটির উদযাপন হয় নিউ জারসি রাজ্যের আটলানটিক কাউন্টিতে। এই দিনে সেই সব মহান দেশনেতাদের স্মরণ করা হয় যাঁদের রক্ত, ঘামের বিনিময়ে ব্রিটিশের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা পেয়েছে ভারত। দেড়শো বছরের কলোনি শাসন ছেড়ে ১৯৪৭-এর ১৫ আগস্ট ভারত ত্যাগ করে ব্রিটিশরা৷ স্বাধীনতা সংগ্রামীদের চরম আত্মবলিদানকে স্মরণ করে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনও করা হয় এই দিনটিতে৷
পনেরো আগষ্ট, রবিবার সকালে গ্যালাওয়ে শহরের ভেটেরানস পার্কে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন চরন সিং।ভারত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্যালাওয়ে শহরের মেয়র জিম গরম্যান, সিটি কাউন্সিলরবৃন্দ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,হারষ সিং, জে সোধা, বিনোদ ভেলোর, জে শাহ প্রমুখ । বক্তারা ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভারতের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct