এম মেহেদী সানি, বারাসত: পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে বাংলা বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে নজর কেড়েছে সোহানা পারভীন। ছোটো থেকেই সোহানা অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে এলাকায় বেশ সুপরিচিত। এর আগেও ২০১৯ সালে নব বারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় থেকে স্নাতক স্তরে বাংলা অনার্সে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল এই মেধাবী পড়ুয়া।
করোনা পরিস্থিতির জন্য এবছর অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ণ করা হয়েছে। তাতেই ভালা ফল করেছে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহানা। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সোহানা জানায়, ‘স্নাতকোত্তর স্তরে আমার প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়েছিলো অফলাইনে, সেখানে আমি ৭৫ শতাংশ নম্বর পেয়েছিলাম। তারপর পরবর্তী তিনটি সেমিস্টার পরীক্ষা হয়েছে অনলাইনে, সব মিলিয়ে ১২০০-র মধ্যে ৮৫৩, অর্থাৎ ৭১.০৮ শতাংশ নম্বরে পেয়েছি।’ এই সাফল্যের পিছনে বাবা মা সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের অধ্যাপক তৌহিদ হোসেন, ইউনিভার্সিটির প্রাক্তন বিভাগীয় প্রধান মোহিনীমোহন সরদার এবং বর্তমান বিভাগীয় প্রধান সোমা ভদ্র রায়ের ভূমিকা অনস্বীকার্য বলে জানায় সোহানা। এখন তার স্বপ্ন অধ্যাপনার সাথে যুক্ত হওয়া। ইতিমধ্যেই নেট সেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে সে। বর্তমানে বারাসতের বাসিন্দা সোহানা পারভীনের বাবা মহাবুবর রহমান পেশায় ব্যবসায়ী ও মা নাজমা খানম সাধারণ গৃহবধূ। সোহানার এই সাফল্যের জন্য গোটা পরিবারসহ সংশ্লিষ্ট এলাকায় বইছে খুশির হওয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct