জৈদুল সেখ, বড়ঞা: তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনে জড়িত সন্দেহে গ্রেফতার করা হল দুজনকে। ধৃতদের নাম শবুর শেখ ও রেজাউল সেখ ওরফে মিঠু। শনিবার বড়ঞা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য শুক্রবার সকালে মুর্শিদাবাদের শ্রীরামপুর গ্ৰামের বাসিন্দা পঞ্চায়েত সদস্য মুস্তফা শেখের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গতকাল চিৎপুর গ্ৰাম সংলগ্ন মাঠের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খুনের অভিযোগ তোলা হয় পরিবারের পক্ষ থেকে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের খুন নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্কের চর্চা। পুলিশ রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আপাতত দুই জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শবুর শেখ ও রেজাউল সেখ ওরফে মিঠু এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। যদিও বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম বলেন, “যাঁরা খুন করেছেন, তাঁরা সকলেই দুস্কৃতী। এটাই তাঁদের পরিচয়। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।” তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাস্তার টেন্ডার নিয়ে মুস্তাফার সঙ্গে একটি দলের বচসা চলছিল কয়েকদিন ধরে। খুনের নেপথ্যে সেই কারণ কতটা কার্যকরী, তা নিয়ে তলিয়ে ভাবছে পুলিশ।
আরও বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু বলতে চাইছে না পুলিশ।
পঞ্চায়েত সদস্য মুস্তফা সেখের খুনের ঘটনায় অভিযুক্ত কে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ। কান্দি মহকুমা আদালতের বিচারপতি ৮ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct