আপনজন ডেস্ক: সংসার খরচ যত কমানো যাবে, ততটাই সঞ্চয় হবে প্রতি মাসে। অনেকেই রয়েছেন যারা মাসে যা উপার্জন করেন, তার সবটাই সংসার খরচ বাবদ খরচ করে ফেলেন। আবার খরচ না করেও তো উপায় নেই। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে যদি ততটুকু খরচ করেন। তাহলেই আপনার সংসারের খরচ অনেকটাই কমবে। আসলে যা উপার্জন করছেন, তার ব্যয় ও সঞ্চয়ের ক্ষেত্রে যদি ভারসাম্য না তৈরি করতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। তাই বেড়ে চলা সংসার খরচ কমানোর কিছু উপায় রয়েছে। সেগুলি হল, কেনাকাটার সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের পরিবর্তে নগদ টাকা ব্যবহার করুন। কারণ কার্ড ব্যবহারের ফলে ঠিক কতটা খরচ হচ্ছে, সে হিসাব রাখা মুশকিল। কারণ কার্ড ব্যবহারের ফলে অনেক সময় ট্যাক্স বাবদ খুচরা কয়েক টাকা কেট নেওয়া হয়। এই খরচগুলো এড়াতে নগদ টাকা ব্যবহার করুন কেনাকাটায়। সংসার খরচ অনেকাংশেই বেড়ে যায় ঘরে থাকা ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির কারণে। তাই যেসব বৈদ্যুতিক যন্ত্রগুলো সরচরাচর ব্যবহার করেন না, সেগুলোর বিদ্যুৎসংযোগ বন্ধ রাখুন।
এতে বিদ্যুতের অপচয় কমবে। যখন প্রয়োজন হবে, তখনই সংযোগ চালু করুন। অনেক সময় ঘরের বিভিন্ন আসবাব থেকে শুরু করে অনেক কিছুই পুরনো হয়ে যায়। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমের বিভিন্ন গ্রুপে পুরনো জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের সুবিধা আছে। চাইলে ঘরের অপ্রয়োজনীয় পুরনো জিনিস বিক্রি করে দিন। এতে কিছুটা টাকা-পয়সাও হাতে আসবে। কেনাকাটার সময় বিভিন্ন উপলক্ষ্য বা আয়োজনকে কেন্দ্র করে কিনুন। এতে মূল্যছাড় পাবেন। টানাটানির সংসারে মূল্যছাড়ের সময় কেনাকাটা করলে অনেক সাশ্রয় হয়। কোনো গিফট ভাউচার পেলে সেটাও ব্যবহার করুন। প্রতি সপ্তাহে ঘুরাঘুরি করে টাকা নষ্ট না করে ঘরেও আয়োজন করতে পারেন স্বল্প খরচের মধ্যে। মাঝেমধ্যে রেস্টুরেন্টে খাওয়ার মত হতেই পারে। তবে খরচের বিষয়টিও মাথায় রাখতে হবে। মোবাইলে কোন প্ল্যানটি ব্যবহার করলে কম রেটে বেশি কথা বলা যাবে বা কত টাকায় কত মিনিট ও কত ইন্টারনেট পাওয়া যাবে সেসব বিষয়েও ধারণা রাখুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct