সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: সম্প্রতি বিধানসভা নির্বাচন পর্ব মিটতেই রাজ্য ব্যাপী বিজেপির ভাঙন শুরু হয়েছে,প্রতিদিন রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত।বীরভূম জেলার ১১ টি বিধানসভা আসনের মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভার আসন ছিনিয়ে নেয় বিজেপির প্রার্থী অনুপ কুমার সাহা,তথাপি বিজেপি র ভাঙনের ধারাবাহিকতা বহমান দুবরাজপুর বিধানসভা এলাকায়।
সেই রূপ গতকাল সন্ধায় খয়রাসোল ব্লকের লোকপুর অঞ্চলের লোকপুর ৬৮,৬৯,৭০ নম্বর বুথ থেকে ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন স্থানীয় তৃণমূল কার্যালয়ে। বিজেপি ছেড়ে আসা রাজু দাস, তপন দাস,গজানন নন্দী সহ অন্যান্যদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন রুপুষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গঁড়াই,স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবদাস নন্দী। তৃণমূল কংগ্রেসে যোগদানকারি গজানন নন্দী,রাজু দাসরা এক সাক্ষাৎকারে জানান কিছু ভুল বোঝাবুঝির জন্য অন্য দলে নাম লিখেছিলাম, এখন আমরা আমাদের ভূল বুঝতে পেরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে, তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবদাস নন্দী ও জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল রাজু দাস,তপন ,গজানন নন্দী সহ পঞ্চাশটি পরিবার,এতদিন তাদেরকে ভূল বুঝিয়ে রেখেছিল বিজেপি,দেরীতে হলেও তারা নিজেদের ভূল বুঝতে পারে এবং তৃণমূলে যোগদান করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct