নাজিম আক্তার, চাঁচল: আসন্ন পবিত্র মহরমে এলাকার কমিটিগুলিকে দেওয়া হল একাধিক নির্দেশ।মিছিল ছাড়া মহরম পালনের আহ্বান জানাল মালদহের চাঁচল মহকুমা প্রশাসন।
শনিবার বিকেলে চাঁচল মহকুমা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁচল মহকুমার একাধিক মহরম কমিটিগুলিকে নিয়ে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।এদিন চাঁচল-১ নং ব্লকের এমজিএনআরইজিএস ভবনে বৈঠকে ছিলেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়,মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল,চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ,বিডিও সমীরণ ভট্টাচার্য্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ চৌধুরী,প্রমুখরা।বৈঠকে সামিল হয়েছিলেন কলিগ্রাম,কোবাইয়া ও কান্ডারণ সহ মহকুমার একাধিক মহরম কমিটি।প্রশাসননের পক্ষ থেকে করোনার বিধি নিষেধ মেনেই মিছিল ছাড়াই মহরম পালনের নির্দেশ দেওয়া হয়।কোনোরকম শোভাযাত্রা না করার আহ্বান জানান মহকুমা শাসক কল্লোল রায়।যদি সরকারি নির্দেশে বিরোধীতা ঘটে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct