জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদা ২ নং ব্লকের বেলডি গ্রামের গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন পাকা রাস্তার। গ্রামে ঢোকার জন্য বর্তমানে কোন পাকা রাস্তা নেই। পিচ রাস্তা থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৪০০ মিটার। সংকীর্ণ রাস্তাটি নদীর তীর বরাবর হওয়ায় বর্ষাকালে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় বলেও তারা জানান। অন্যদিকে বহুদিন ধরেও বর্তমান কাঁচা রাস্তাটির মেরামত হয়নি বলে জানা যায়। যার ফলে খানাখন্দ ও কাটা রাস্তার উপর যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দা ও কলেজ পড়ুয়া রীতা কুমার জানান রাস্তাটি,এতই খারাপ দিনের বেলাও ঠিকঠাক চলাচল করা যায় না। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। যেকোনো সময় প্রাণঘাতীর ঘটনাও ঘটতে পারে। এম্বুলেন্স বা চার চাকার গাড়ি আসার উপায় নেই রাস্তাটির উপর দিয়ে। গ্রামে কেউ অসুস্থ হলে ডুলি করে নিয়ে যেতে হয় মূল রাস্তায়।
প্রসূতি ও অসুস্থ রোগীদের ক্ষেত্রে পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারার জন্য বিপদজনক ঘটনা ঘটেছে আগে। গ্রামবাসীদের দাবি সংকীর্ণ যাতায়াতের অযোগ্য রাস্তার কথা প্রশাসনকে বারেবারে জানানো হয়েছে কিন্তু টনক নড়েনি তাদের। এবিষয়ে ঝালদা ২ নং ব্লকের বিডিও অঙ্কিতা উপাধ্যায় জানান বেলডি গ্রামের রাস্তা খারাপের কথা তিনি জানেন। গোটা বিষয়টি তিনি পুরুলিয়া জেলা প্রশাসনকে জানিয়েছেন। কবে পাকা রাস্তা হবে সেটাই এখন গ্রামবাসীদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct