আপনজন ডেস্ক: শনিবার সকালে কান্দাহারের রেডিও স্টেশনের দখল নিয়েছে তালিবান। মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার তিন সপ্তাহের মধ্যেই দেশের একের পর এক প্রদেশ তালিবান দখলে চলে আসছে। ইতিমধ্যেই তারা আফগানিস্তানের উত্তর, পশ্চিম ও দক্ষিণের একটি বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহের মধ্যেই নিজেদের দখলে এনে ফেলেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকায় এখন নিজেদের আধিপত্য কায়েম করে ফেলেছে তালিবান সৈন্যরা।
রবিবারের মধ্যে আফগানিস্তান থেকে দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা নিয়েছে মার্কিন প্রশাসন। শনিবার কান্দাহারের রেডিও স্টেশনের দখল নেওয়ার পরে তালিবানের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও-তে এক তালিবানি জঙ্গি শহরের প্রধান রেডিও স্টেশনটি দখল করার ঘোষণা করেছে। রেডিও স্টেশনটির নামও বদলে ফেলেছে তালিবানরা। নতুন নামকরণ করা হয়েছে ভয়েস অব শরিয়াহ অথবা ইসলামী আইন। ওই ভিডিও-তে তালিবানের ওই সদস্য জানিয়েছে, এখন থেকে সরকারি কর্মচারীরা ইসলামী পবিত্র ধর্মগ্রন্থ কোরানের সংবাদ, রাজনৈতিক বিশ্লেষণ এবং আবৃত্তি প্রচার করবেন। এই রেডিও স্টেশনে আর গান-বাজনার অনুষ্ঠান হবে না। তবে কান্দাহারের এই রেডিও স্টেশনটিতে পূর্বতন কর্মীদের ছাঁটাই করা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি তালিবান। ইতিমধ্যেই কান্দাহারের বাসিন্দারা নির্দিষ্ট একটি ধরন মেনে পোশাক পরতে শুরু করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct