আপনজন ডেস্ক: উত্তর ২৪ পরগনা কালিনগরের সোহানা পারভীন, এবার বাংলা এম. এ. তথা স্নাতকোত্তরে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। পেয়েছেন ১২০০-র মধ্যে ৮৫৩ অর্থাৎ ৭১.০৮ শতাংশ। শুক্রবার রেজাল্ট জানতে পাওয়ার সাথে সাথে এলাকায় খুশির হাওয়া বইতে থাকে। সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, আমরা খবর পেয়েই পরের দিন তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হই।
প্রতিনিধি দলে ছিলেন, সাজ্জাদ আলি, সদস্য সেখ আজহারউদ্দীন, সেখ আফ্রিদি, এরিনা খানাম প্রমুখ। সোহানার পিতা মাহবুবুর রহমান ও মাতা নাজমা খানম বলেন, মেয়ে আগাগোড়াই পড়াশোনায় ভালো। মেয়ের এই সাফল্যে দারুণ ভাবে খুশি। সাফল্য নিয়ে সোহানা বলেন, এর পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের, তারপর আমার পিতা ও শিক্ষকদের। আর সর্বদাই অনুপ্রেরণিত করতেন আমার খালামা এরিনা খানাম। আমি নেট এবং সেট দিয়ে পি.এইচ.ডি করে অধ্যাপনা করতে চাই। পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক সেবা করতে চাই। সোহানার শিক্ষক, অধ্যাপক ড. তৌহিদ হোসেন বলেন, সোহানা নববারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের গর্ব। অনার্সেও প্রথম হয় বিশ্ববিদ্যালয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct