আপনজন ডেস্ক: রাষ্ট্রসংঘের পুরস্কার লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প। শনিবার রাজ্যজুড়ে সেই ‘কন্যাশ্রী’র অষ্টম বর্ষ উদযাপন হয়েছে। আর কন্যাশ্রী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মেয়েদের ক্ষমতায়নের বার্তা দিয়েছেন।
রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা আগেই রাজনৈতিক ক্ষমতায়নে নিজেকে প্রতিষ্ঠিত হয়েছে। মেয়েদরে স্বাবলম্বী হওয়ার প্রকল্প ‘কন্যাশ্রী’-র বর্ষপূর্তিতে মমতা ট্যুইটারে লিখেছেন,’‘বাংলার সব মেয়েদের সাফল্য আজ উদযাপন করব। আমি তাঁদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষাধিক তরুণীকে তাঁদের স্বপ্নপূরণে সহায়তা করেছে। একটি জাতি হিসাবে, সবসময় আমাদের নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে।’
মমতা এখন শুধু রাজ্যের মহিলা রাজনীতিক নন, সারা দেশের মধ্যে তিনি মহিলা রাজনীতিকদের প্রতীক। ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধীদের একজোট করে দেশজুড়ে বিজেপি বিরোধী আন্দোলনকে সুদৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছেন। তাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে চায় বিরোধী নেতৃত্ব। ট্যুইটারে মহিলা ক্ষমতায়নের কথা বলায় তাই সবর্ভারতীয় ক্ষেত্রে এই বার্তা বিশেষ ইঙ্গিতবহ।
অন্যদিকে মমতার সুরে তার দল তৃণমূল কংগ্রেসের আফসিয়াল ফেসবুক পেজেও বার্তা দেওয়া হয়েছে, কোন চিন্তা ছাড়াই বাংলার লক্ষ লক্ষ মেয়েকে তাদের স্বপ্নকে ছুঁতে সহায়তা করেছে কন্যাশ্রী প্রকল্প! মেয়েদের তাদের সাফল্যের জন্য কন্যাশ্রী দিবসে অভিনন্দন। এই অনন্য উদ্যোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন ও এই প্রকল্পের ফলে বহু তরুণীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল প্রকল্পের নাম কন্যাশ্রী। মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই শুরু হয় এই প্রকল্প। টাকার অভাবে গরিব ঘরের মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার যে সমস্যা, তাতে লাগাম টানতে এই প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালে। আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীরা প্রকল্পের মাধ্যমে বার্ষিক ১০০০ টাকা এবং এককালীন ২৫ হাজার টাকা বৃত্তি পায়। এই প্রকল্পের মাধ্যমে পাওয়া টাকা উচ্চশিক্ষায় কাজে লাগাতে পারে ছাত্রীরা। ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ের বিরুদ্ধে এই প্রকল্প তৈরি হয়। কন্যাশ্রী প্রকল্প৷ ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরার শিরোপা পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct