শ্যামল রায়, কালনা: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকায় লাগাতার টানা বর্ষণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নানান ধরনের সামগ্রী তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
শনিবার মন্তেশ্বর বিধানসভা এলাকায় একাধিক স্থানে মন্ত্রী এবং জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিরা অসহায় পরিবারের হাতে প্রাণ তুলে দেন।
তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়েছেন যে মন্তেশ্বর বিধানসভার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের ভোজপুর গ্রামে, মন্তেশ্বর পঞ্চায়েতের আসানপুর গ্রামে এবং মাঝের গ্রাম পঞ্চায়েতের মাঝের গ্রামে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহ-সভাপতি আহমদ হোসেন তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক সৈকত মন্ডল এবং স্থানীয় বিধায়ক গোবিন্দদাস সহ অনেকে।
জানা গিয়েছে ১৭ টি গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন গ্রামের অসহায় গরীব মানুষের হাতে চাল ডাল আলু তেল বিস্কুট সহ একাধিক সামগ্রী তুলে দেন উপস্থিত নেতৃত্ব এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জানা গিয়েছে এলাকার তিন হাজার গরীব অসহায় মানুষের হাতে নানাবিধ সামগ্রী তুলে দেয়া হয়েছে।
বিধায়ক ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন যে মন্তেশ্বর বিধানসভা এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নে তিনি সামিল হয়েছেন এবং মানুষের পাশে থাকবেন মানুষের জন্য কাজ করে যাবেন এলাকার তৃণমূল নেতৃত্ব। এলাকার মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম উদ্যোগ তিনি গ্রহণ করবেন বলে জানিয়ে দিয়েছেন। এদিন এলাকার অসহায় গরীব মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে তিনি জানালেন। পাশাপাশি কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী প্রকল্পের নানাবিধ সফলতার দিকে তিনি উল্লেখ করেছেন এবং উপকৃ্ত হয়েছেন পরিবারের মেয়েরা। সরকার থেকে টাকা পেয়ে পড়াশোনা করতে পারছে এবং উচ্চ পড়াশোনার ক্ষেত্রেও তারা মনোনিবেশ করেছে বলে উল্লেখ করেছেন না হলে অনেকের পরিবারের লোকজন বাল্যবিবাহ এবং স্কুলে পড়াশোনা বন্ধ করে দেন বলেও তিনি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ঘরের মেয়েদের জন্য এই প্রকল্প এনে পড়াশোনার বিস্তার লাভ করতে সাহায্য করেছে কন্যাশ্রী প্রকল্পের টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct