জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে মানভূম ফার্মারস প্রডিউসার কোম্পানী লিমিটিডিটের উদ্যোগে মাশরুম চাষের প্রশিক্ষণ হলো পুরুলিয়া জেলার জয়পুর থানার ডুমুরডি মোড়ে কোম্পানির কার্য্যালয়ে।
WBCADC সাহারজোড় প্রজেক্টের সহযোগিতায় ৪ দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ৪০ জন মহিলা প্রশিক্ষণ নেন বলে জানা যায়।
শুক্রবার দিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন WBCADC সাহারজোড় প্রজেক্টের আধিকারিক উত্তম কুমার, হীরালাল মাহাত, শিবিরের প্রশিক্ষক তথা উড়িষ্যা মাশরুম প্রডিউসার সংস্থার প্রতিষ্ঠাতা সন্তোষ মিশ্র, MFPCL এর ভোলানাথ মাহাত প্রমুখরা।
প্রশিক্ষক জানান, এই শিবিরে মূলত মাশরুমের বীজ কিভাবে বানানো হয় তা শেখানো হয় এবং মাশরুম চাষের উপকারিতা, বাজার, বাণিজ্যিকি করণ ইত্যাদি বিষয় আলোচনা করা হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct