মোহাম্মাদ সানাউল্লা, বীরভূম: বীরভূম জেলার রামপুরহাট মহাকুমা পুলিশের উদ্যোগে রামপুরহাট পৌরসভার প্রশাসনিক ভবনে মহরম সম্পর্কে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে অনুঠিত হলো একটি আলোচনা সভা। বৃস্পতিবার বিকেলে আলোচনা সভায় মহাকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ জানান ,করোনার মহামারী চলছে ।সেই দিকে লক্ষ্য রেখে এবার মহরম কে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে সরকারের গাইড লাইন এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। দু’একদিনের মধ্যেই চলে আসবে। গত বছরের মতো এ বছরও মহরমে কোনও তাজিয়া বের হবে না। কোন জুলুস বা মেলা হবে না। অল্প কয়েক জন মানুষ নিয়ে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।
বেশী মানুষ জমায়েত করা যাবে না। বিশেষ করে মিছিল করে কোন কিছু করা যাবে না। রামপুরহাটের সমস্ত মানুষকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে এই অনুরোধ রাখা হয়েছে বলে জানা গেছে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ, পৌরসভার চেয়ারপারসন প্রতিনিধি সৌমেন ভকত, আব্বাস হোসেন, সমাজসেবী আনারুল হোসেন , রামপুরহাট সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct