অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: একাধিক দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে ডেপুটেশন দিলেন আশা কর্মীরা। মূলত মাসের শুরুতেই ভাতা প্রদান, আশা কর্মীদের স্বাস্থ্যকর্মী রূপে স্বীকৃতি দেওয়া, সাপ্তাহিক ছুটি দেওয়া সহ প্রায় ১৪ দফা দাবিতে এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার তরফে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট ডেপুটেশন দেওয়া হয়।
এদিন ডেপুটেশন দেবার আগে বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে একটি রেলি বের করা হয় আশা কর্মীদের তরফে। গোটা শহর পরিক্রমা করার পর রেলিটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের সামনে পৌঁছায়। এরপর আশা কর্মীদের একটি দল মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদানের মধ্যে দিয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এবিষয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন বলেন,
আমাদের সমস্যা এই করোনা পরিস্থিতিতে কাজ করতে গিয়ে উত্তরোত্তর, ক্রমাগত আমাদের চাপ বেড়ে চলেছে। এই কাজের অনুপাতে আমাদের নিরাপত্তা ,সুরক্ষা তথা মাসমাহিনা এগুলোর ক্ষেত্রে সব সময় বঞ্চিত হচ্ছি। আমাদের মূল দাবি গুলি হল- আশা কর্মীদের বেতন-ভাতা প্রতি মাসের শুরুতেই নিয়মিতভাবে দিতে হবে। কোনো বাকি রাখা চলবে না । আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে। ফরমেট প্রক্রিয়া পরিপূর্ণ হয়ে বাতিল করতে হবে। সাপ্তাহিক ছুটি দিতে হবে। সরকারি কর্মীরা যে সমস্ত ছুটি ভোগ করে, আশা কর্মীদের সেইরূপ ছুটি দিতে হবে এবং তার সরকারি নির্দেশিকা জারি করতে হবে। আশা কর্মীদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড,গ্রাচুইটি প্রভৃতির আওতায় আনতে হবে। বোনাস দিতে হবে। আমাদের সবসময় ফিল্ডে প্রচুর কাজ করতে হচ্ছে এবং ছবি তুলে পাঠাতে হচ্ছে। অথচ আমাদেরকে ফোন তো দেওয়ায় হয়নি বরং ফোনের জন্য মাত্র ১০০ টাকা বরাদ্দ করা হয়েছে। সেটাও ঠিকমতো ভাবে দেওয়া হয় না। আমাদের দাবি সেই বরাদ্দ বাড়িয়ে ৩০০ টাকা করতে হবে। মোবাইল দিতে হবে। পাশাপাশি কাজের সুবিধার্থে স্কুটার দিতে হবে, সুতির বস্ত্র তথা সুতির চুরিদারের কাপড় দিতে হবে। আমাদের দাবি না মানা হলে আগামীতে আমরা লাগাতার আন্দোলনে যাব, ধর্নায় বসবো এবং কর্মবিরতিতে যাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct