আপনজন ডেস্ক: আফগানিস্তানের বিখ্যাত যোদ্ধা ইসমাইল খানকে বন্দি করেছে তালিবান। আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখলের পর তালিবান সদস্যরা ইসমাইল খানকে বন্দি করেন। ইসমাইল খান হেরাতে প্রাক্তন গভর্নর ছিলেন। ৭০ বছর বয়সী এই যোদ্ধা আফগান সরকারের অধীনে থেকে স্থানীয় মিলিশিয়াদের নিয়ে তালিবানের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসমাইল খান হেরাতের সিংহ হিসেবে পরিচিত। ১৯৭৯ সালে সোভিয়েত বিরোধী যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিখ্যাত মুজাহিদীন কমান্ডার হিসেবে সমাদৃত।
তালিবান যোদ্ধারা বৃহস্পতিবার হেরাতের অধিকাংশ এলাকা দখলে নেয়। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ এই প্রদেশ তালিবানের দখলে যাওয়া সরকারের জন্য বিরাট ধাক্কা হিসেবে মনে করা হচ্ছিল।এরপর শুক্রবার তালিবান হেরাতের স্থানীয় প্রশাসনকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণকারীদের তারা কোনো ক্ষতি করবে না বলে ঘোষণা দেয়। ইসমাইল খান তার যোদ্ধাদের নিয়ে তালিবানের কাছে আত্মসমর্পণ করেছেন। এরপর তালিবানরা তাকে গৃহবন্দি করে রেখেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct