সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় থানার নতুন ভবন চত্বরে প্রশাসনিক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এলাকার আস্তানা তথা মহরম কমিটি ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা হয় শান্তি শৃঙ্খলা,সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়। এস আই রতন চন্দ্র সেন মহরম কি এবং কি উপলক্ষে পালন করা হয় সেই আরবি মাস মহরম, ১০ মহরম আশুরার দিন যে শুভ শক্তি ও অশুভ শক্তির লড়াই, সেখানে শহীদদের স্মরণে মর্মান্তিক করুন কাহিনীর উপর আলোকপাত করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত,এস আই রতন চন্দ্র সেন,বিশিষ্ট সমাজসেবী শ্রীমন্ত মুখার্জী, দেবদাস নন্দী,শিক্ষক সেখ জুলফিকার আলী প্রমুখ। করোনার প্রথম ঢেউ,দ্বিতীয় ঢেউ এরপর তৃতীয় ঢেউ আসন্ন যার পরিপ্রেক্ষিতে সমস্ত মহলেই চিন্তিত।তাই করোনার বিধিনিষেধ মেনে তথা বেশি জমায়েত না করে নিয়ম রক্ষার্থে পালন করার জন্য বলা হয়। সরকারের গাইডলাইন এখনও থানায় এসে পৌঁছায়নি দুএকদিনএর মধ্যেই চলে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct