অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের সহযোগিতায় খেলোয়াড়দের টিকাকরণ প্রক্রিয়া শুরু হলো। বৃহস্পতিবার সকাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালের ভ্যাকসিন সেন্টারে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় খেলোয়াড়দের। জানাগিয়েছে, জেলার খেলোয়াড়দের এবং খেলার সাথে জড়িত প্রায় ৪৭৮ জন কর্মী বা অফিশিয়াল দের’কে টিকা দেওয়া হবে। যার মধ্যে এদিন ২১০ জনকে টিকা দেওয়া হয় এবং বাকীদের পরবর্তীতে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলেই দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার তরফে জানা গিয়েছে। এদিকে, এদিন সকাল থেকেই হাসপাতলে টিকা নেবার জন্য লম্বা লাইন পড়ে খেলোয়াড়দের। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ জানান, প্রাথমিকভাবে বালুরঘাট মহকুমার অন্তর্গত ৪৭৮ জন খেলোয়াড়ের নামের তালিকা আমরা পাঠিয়েছি। আরো অল্প কিছু নাম যুক্ত হবে। খেলোয়াড়দের ভ্যাকসিন নেওয়ার বিষয়টি উপরে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। এবিষয়ে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতে সকলের সাথে সমন্বয় রেখে চলব। চাইছি গ্রামে-গঞ্জে যাতে খেলাধুলা আরো বেশি করে ছড়িয়ে পড়ে। করোনা বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধি করতে।
এবিষয়ে পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামানিক জানান, আমরা পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশনের থেকে দাবি জানিয়েছিলাম প্রায় এক মাস আগে জেলা ক্রীড়া সংস্থার কাছে যে, জেলার জেলা স্তরে অংশগ্রহণ করে এমন প্রত্যেক খেলোয়াড় এবং খেলার সাথে জড়িত স্টাফ দের করোনার ভ্যাকসিনেশন দেবার বিষয়ে উদ্যোগ নিতে।এখান থেকে যারা বাইরে খেলতে যাবেন তাদের যাতে ভ্যাক্সিনেশন এর প্রক্রিয়া শুরু করা হয়। অবশেষে, এই উদ্যোগ নেবার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা কে, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct