দেবাশীষ পাল, মালদা: বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। যার ফলে পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতটি বিরোধীশূন্য হয়ে গেল। যদিও আগে থেকেই গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ১৩ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ছিল তৃণমূল । বিরোধী হিসাবেযাত্রা ডাঙ্গা অঞ্চলের রানীরগড়ের পঞ্চায়েত সদস্যা বিনি মজুমদার এবং ঈশ্বরগঞ্জ এলাকার সদস্যা পলি রাজবংশী ওই দুই পঞ্চায়েত সদস্য ছিলেন । কিন্তু তারাও তৃণমূলে যোগ দেওয়াতেই গ্রাম পঞ্চায়েত বিরোধী-শূন্য হয়ে গিয়েছে। যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরগঞ্জ এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান নুর হক, সংশ্লিষ্ট অঞ্চল কমিটির সভাপতি রতন সরকার , ব্লক তৃণমূল নেতা জোহর ঘোষ, জাকির শেখ সহ অন্যান্যরা। এদিন বিজেপি ছেড়ে আসা দুই গ্রাম পঞ্চায়েত সদস্য পলি রাজবংশী এবং বিনি মজুমদারের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct