আপনজন ডেস্ক: আফগানিস্তানের গজনী শহর দখল করেছে তালিবান যোদ্ধারা। এই শহর থেকে দেশটির রাজধানী কাবুল মাত্র ১৫০ কিলোমিটার দূরে। গত এক সপ্তাহে নয়টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালিবান। বৃহস্পতিবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং আফগান সরকারকে একা লড়াই করার জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার জন্ম হয়েছে। এখন তালিবানরা আফগানিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। নামপ্রকাশ না করার শর্তে একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, তালিবানরা গজনী দখল করেছে, যা কাবুল এবং দ্বিতীয় বড় শহর কান্দাহারের মহাসড়কে অবস্থিত। প্রবল সংঘর্ষের পর এর সমস্ত সরকারি সংস্থার সদর দপ্তর দখল করে নিয়েছে তারা।
এর মধ্যেই পদ হারালেন আফগান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাই। মাত্র দুই মাস আগেই তাকে নিয়োগ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। বৃহস্পতিবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct