সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৪৪ তম আত্মৎসর্গ দিবস সারা দেশজুড়ে বিভিন্ন সংগঠন বা সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ১১ আগস্ট। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মুরারই এলাকায় ও ছাত্র সংগঠন এ আই ডি এস ও এবং যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এর উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মৎসর্গ দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে। ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন । ভারতের স্বাধীনতা ও ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রাম ইত্যাদি বিষয়ে আলোকপাত করে এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।এদিন ক্ষুদিরাম সহ সকল বিপ্লবীরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা আন্দোলনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন তা পুরন হয়নি বলে বক্তব্যে ফুটে ওঠে।আগামী ১৫ আগষ্ট দিনটিকে সংগঠনের পক্ষ থেকে গণমুক্তির সংকল্প দিবস হিসেবে পালন করা হবে দলীয় ভাবে জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct